আজ, আজ পরবের সন্ধে ~ অভ্রদীপ গঙ্গোপাধ্যায়

গোড়ালি বেয়ে শীত উঠে আসে, হাঁটুতে, সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। নখ বেয়ে উঠতে পারে না। মৃত কোষে ছড়িয়ে পড়ে না শীত। লাবু তাই শুয়ে আছে। অথবা লাবুর স্মৃতি। বোঙার হৃদয়ে শোওয়া, বোঙার মাথায় দাঁড়ানো লাবুর স্মৃতি গোড়ালি বেয়ে সর্বাঙ্গ আচ্ছন্ন করে দেয়।
…..অভ্রদীপ গঙ্গোপাধ্যায়ের কলমে