গাছ
একটা গল্পের দানা ছড়ালাম দো-ফলা আকাশে, গল্পের গাছ কাষ্ঠল, পৃথিবীর কাছাকাছি।
প্রেম হত্যার হাওয়া বইছে
সবকটা ছায়া পাখি সমুদ্র পার হয়ে গেল
গুহা জঙ্গলের দিকে নিরক্ষরা উৎসব।
হাতের তালু প্রেম চেটে খায়।
প্রাচীন প্রাসাদের ক্ষত চাঁদ এসে বসে
ছায়া পথে পায়চারি করে সমস্ত কালপুরুষ।
শব শিশির এখানে শিউলি ফুল
এখানে গল্পের গাছ অরণ্য বানায়।
উন্মাদ
উন্মাদ গলির ভিতরে অন্ধকার হারায়
এই গলির ভেতর মানুষেরা সরীসৃপ
কবরের অনন্ত-টকসা ঘুম।
পৃথিবী হত্যার ব্লুপ্রিন্ট রেখে গেছে যারা
যুদ্ধের ঘোড়াগুলো চরতে চরতে-
নীলনদ মোমের দেশে যায়।
এখনও অদ্ভুত চুক্তিবদ্ধ চাঁদ ওঠে
গাভীর মতো দহন করে চাঁদের দুধ..
বিষাদ
হরিতকী নদীর ধারে বিষাদ গানে মনজা দি
পাকাপাকি বাধা যায় হৃদয় বন্দর।
পাকা কলা রঙের জোছনার খোসা ছাড়াচ্ছি
নিভৃত আখড়ার খামারে
অকেজো শতাব্দী তারকাটা একতারা বাজে নির্জন বাউল হাতে
সমস্ত বিষাদের চার ফেলি
মাছ কল্পনার জলে…
প্রচ্ছদঃ সায়ন্তনী দাশগুপ্ত