পায়রাপাখির গল্প ~ অর্ণব চক্রবর্তী
বসন্তের প্রথম বিকেলেই বনের মধ্যে খুব একচোট ঝামেলা বেধে গেল! চারিদিকে খালি অভিযোগ আর অভিযোগ! কাকেরা বলছে কোকিল তাদের বাসায় ডিম পেড়ে গেছে। আবার টিয়া বলছে কাকেরা নাকি খুব মিথ্যেবাদী; সারাক্ষণ ছাইপাঁশ খায় আর পেট খারাপ হলেই বাজে বকতে আরম্ভ করে। সাপ বলল- ‘কোকিলকে একবার হাতের কাছে পাই, এক ছোবলে সাবাড় করে দেবো।’ তা সে …